রিপোর্টঃ আরাফাত রাজু…. 📝
রাজধানীর উত্তরখাঁন থানার দোবাদিয়ার টেকপাড়ার বাসিন্দা মাহফুজ আলম রনির স্ত্রী মোসাঃ মদিনা(২৮) ও তার পাশের বাড়ির বান্ধবী মোসাঃ বিলকিস(৩৫) ইতালি ও মাল্টায় শ্রমিক পাঠানোর নামে কোটি টাকা পাচার করার অভিযোগ রয়েছে।
সূত্র মতে জানা যায়, মদিনার স্বামী রনি ২০১৭সালে অবৈধ পথে ইতালিতে প্রবেশ করে। পরে মাল্টায় স্থায়ীভাবে বসবাস শুরু করে, তার কিছুদিন পর থেকে তৈরী হয় অবৈধ পথে শ্রমিক পাঠানোর একটা সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট কে সরাসরি নিয়ন্ত্রণ করে “মদিনা ও বিলকিস”।
মদিনা বিলকিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতালি ও মাল্টা(নাগরিত্ব)সহ যাওয়ার প্রলোভন দেখায়। তাহাদের ডাকে অনেকেই সাড়া দিয়ে ১০ থেকে ১৫ লক্ষ সহ পাসপোর্ট জমা দেয়। পরবর্তীতে তাহাদেরকে আর ইতালি বা মাল্টা পাঠানো হয় নাই, তাই টাকা আর পাসপোর্ট চাইতে গেলে বিভিন্ন অজুহাত ও ভয়ভীতি দেখায়।
এরকম একজন ভুক্তভোগী নরসিংদীর রায়পুরার মোঃ শাকিল জানান ‘আমাকে ইতালিতে পাঠানোর কথা বলে ২০২০ইং সালের নভেম্বর মাসে আমার থেকে ১২ লক্ষ টাকা নেয়। অদ্যবদী আমাকে এখনোও পাঠাতে পারে নাই, ঋনের দ্বায়ে আমি আমার পরিবার মানবেতর এক জীবন যাপন করছি।
এরকম নোয়াখালীর রহিমা বেগম ও শেখ মোঃ রনি, নারায়ণগঞ্জের মোঃ রিপন মিয়া ও ঠিক একই অভিযোগ করে।
এলাকাবাসী জানান মদিনা যেকোনো সময়ে তার স্বামী মাহফুজ আলম রনির কাছে মাল্টায় চলে যেতে পারে।
ভুক্তভোগীদের অভিযোগ মোসাঃ মদিনা বেগম যেন কোনো ভাবেই দেশের বাহিরে যেতে না পারে এবং তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও সু-বিচার কামনা করছি।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/sunbangla/sunbanglanews.com/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/sunbangla/sunbanglanews.com/wp-includes/functions.php on line 5667
Leave a Reply