1. admin@sunbanglanews.com : admin :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন

নরসিংদী পলাশের গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ

  • সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৪৭ View

নরসিংদী থেকে এস আলম

নরসিংদী পলাশের গজারিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কা জাকির হোসেন ২৮ জুলাই শপথ গ্রহণ করার পর গত ২৯ জুলাই ইউনিয়ন পরিষদের এসেই তার সমর্থকদের দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
গত ২১ জুন ২০২১ গজারিয়া ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ নৌকা মনোনিত প্রার্থী বদরুজ্জামান বদু স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (চশমা) সহ চারজন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন । স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন বিদ্রোহী আওয়ামী লীগ, জামাত, বিএনপির সাথে সমন্নয় করে অর্থের বিনিময়ে নৌকা কে পরাজিত করে স্বতন্ত্র চশমা মার্কা বিজয়ী হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই বুধবার নরনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন জামাত বিএনপিদের সঙ্গে নিয়ে শপথ গ্রহন করতে জান। ২৯ জুলাই বৃহস্পতিবার প্রথমদিন পরিষদে বসেই তার সমর্থকদের দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলে এবং প্রধানমন্ত্রীর ছবিতে গোবর লাগিয়ে দিয়ছে তার সমার্থকরা। ইউনিয়ন পরিষদের চত্বরে পলাশ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ মহোদয়ের ছবি সহ দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীর ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলেছে। এবং ইউনিয়ন পরিষদে থাকা বিগত চেয়ারম্যান উন্নয়ন মূলক কাজের ছবি ছিঁড়ে বাহিরে ফেলে দিয়েছে বলে উল্লেখিত অভিযোগ এনে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বদু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নতা কর্মীরা।

বৃহস্পতিবার ( ৩০ জুলাই) সকালে গজারিয়া ইউনিয়ন পরিষদের মাঠে তিব্র প্রতিবাদ ও নিন্দা জানায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগন। এসময় বক্তব্য রাখেন – গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বদু, সাধারণ সম্পাদক এস,এম আলমগীর হোসেন, সহ- সভাপতি আওলাদ হোসেন, আহসানউল্লাহ, প্রচার সম্পাদক আবুল কাসেম, সাবেক সহ- সভাপতি জাহিদুল জিলু, প্রবাসি লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক নুরে আলম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, ৬ নং ইউপি সদস্য আরিফুল, পলাশ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এস এম আরিফ, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন প্রমুখ। এবিষয়ে মুঠোফোনে গজারিয়া ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনের সাথে যোগাযোগ করিলে তিনি দেশপত্র পত্রকাকে জানান, এসব অভিযোগ মিথ্যে বানোয়াট, নির্বাচনে হেরেছে বলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমার সমার্থকরা বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রী ছবি বা কোন পোষ্টার ব্যানার ছেড়ে নাই ।

0Shares

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/sunbangla/sunbanglanews.com/wp-includes/functions.php on line 5583

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Sunbangla News
Theme Customized By BreakingNews