নরসিংদী থেকে এস আলমঃ নরসিংদি রায়পুরা থানার আমিরগন্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ল্ডে রাস্তাঘাট উন্নয়নের রোল মডেল হিসাবে খ্যাত মেম্বার আবু বক্কর সিদ্দিক। তিনি ২০২১ অর্থ বছরে কর্মসূচির দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছাড়াও নিজ অর্থায়নের প্রায় ৭ লক্ষ টাকা ব্যায় করে দশ হাজার ফুট কাচা রাস্তা ও দুটি কালভার্ট নির্মাণ কররেছেন ৬নং ওয়ার্ল্ড মেম্বার।
সরেজমিনে দেখা যায়, রায়পুরা থানার আমিরগন্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ল্ডের ২০২১ অর্থ বছরে সরকারের দেওয়া দুই লক্ষ চল্লিশ টাকা ছাড়াও প্রায় ৭ লক্ষ টাকা ব্যায়ে দক্ষিণ মির্জানগর মালা মিয়ার বাড়ি থেকে আগানগর সারেং বাড়ি পর্যন্ত, ৪০০০ ফুট রাস্তা, নূর ইসলামের বাড়ি থেক গার্লস স্কুল ও প্রাইমারি স্কুল পর্যন্ত ১৫০০ ফুট, সমিমের বাড়ি থেকে মান্নান ভূইয়া কলেজের হারুন প্রফেসরের বাড়ি পর্যন্ত ১০০০ ফুট,ফেত্নির বাজার থেকে বীরকান্দি পর্যন্ত ১৫০০ ফুট গার্লস স্কুল থেকে আটকান্দি পর্যন্ত ৪০০০ ফুট রাস্তা নির্মাণ করেরন। দক্ষিণ মির্জানগর আদর্শ সরকারি বিদ্যালয়,আটকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ক্লিনিক, প্রায় ৪ শত বছরের ঐতিহ্য বিদ্যুৎ সাহি কুঠির মসজিদ, সহ মসজিদ মাদরাসা, স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের সুবিধার্থে দূটি কালভাট সহ সরকারের দেওয়া দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছাড়াও নিজ অর্থায়নের প্রায় শাত লক্ষাধিক টাকা ব্যায় করে দুটি কালভার্ট সহ রাস্তার কাজ করান। এ বিসয়ে মেম্বার আবু বক্কর সিদ্দিকীর সঙ্গে কথা বললে তিনি বলেন আমাকে ৬ নং ওয়ার্ল্ডের জনগন এলাকা উন্নয়নের জন্য ভোট দিয়ে আমাকে এই ওয়ার্ল্ডের প্রতিনিধি করেছিলেন। আমি এলাকার শিক্ষাখাতের মান উন্নয়নের জন্য আমি এলাকার রাস্তা ঘাট উন্নয়ন করতেছি। আগামী নির্বাচন করবেন কিনা জানতে চাইলে মেম্বার বলেন আমার এলাকার জনগন যদি আমাকে নির্বাচন করতে বলে তা হলে আমি নির্বাচন করব। এ বিষয়ে এলাকার সাধারন জনগনের সাথে কথা বললে তারা জানায় আমাদের মেম্বার একজন ভালো মানুষ। তার সপ্ন সব সময় এলাকার উন্নয়ন নিয়ে।কি ভাবে এলাকায় উন্নয়ন করা যাবে সে বিষয়ে সবসময় ভাবেন। একটু সুযোগ পেলেই তিনি উন্নয়ন মুলক কাজ করেন। এবার তিনি যে কাজটা করাচ্ছেন সরকারি অর্থ ব্যায় করেও নিজে ৩/৪ টি গরু বিক্রি করে এই রাস্তার কাজ করাচ্ছেন। এলাকার কোন সমস্যা হলে আধার রাতেও মেম্বারকে ডাক দিলে উনি শত বাধা পেরিয়ে ছুটে আছেন। এক কথায় আবু বক্কর মেম্বার একজন সাদা মনের মানুষ। উনার তুলনা হয় না। আমরা উনার পাসে আছি আমরা থাকব।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/sunbangla/sunbanglanews.com/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/sunbangla/sunbanglanews.com/wp-includes/functions.php on line 5667
Leave a Reply